দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এই নির্দেশনা ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
ছুটির বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম চলবে। শুধুমাত্র ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা না নিতে বলা হয়েছে।
তিনি বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানোর জন্য নয়।
যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, তারা ভুল করেছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারেন।
তিনি জানান, অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে জানানো কোনো বিষয় নয়, বরং প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।