Breaking News

গ্রেপ্তার হাসনাত, পাঠানো হয়েছে কারাগারে

বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলা’সহ নাশকতার ঘটনায় সাবেক তিন এমপি’সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় আবুল হাসনাত খানকে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়সহ তিন এমপি। বাকিরাও আওয়ামী লীগ, যুবলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার রাতে, রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

About Atn24news

Check Also

বহু ছেলে খেয়েছি তবে ত্রিশ বছর ছেলেদের স্বাদটাই ভিন্ন : শ্রীলেখা

কলকাতার খ্যাতিমান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিকল্প ধারার ছবিতে তার অনবদ্য অভিনয়ের ভক্তঅনেক। রূপের আবেদনের পাশাপাশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *