Breaking News

মিশা সওদাগরকে রাস্তায় মা’রধর, সত্যতা নিয়ে যা জানা গেল

বুধবার রাত থেকে ফেসবুক ও টিকটকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়—চিত্রনায়ক মিশা সওদাগর নাকি রাস্তায় মারধরের শিকার হয়েছেন। সেইসঙ্গে ভাইরাল হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবিও। অনেকেই ধরে নিয়েছেন, জনপ্রিয় এই অভিনেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, পুরো বিষয়টি বিভ্রান্তিকর।

ভিডিওটি ভুয়া, তবে ছবিটি সত্যি। কিন্তু প্রসঙ্গ আলাদা। ভাইরাল হওয়া ফুটেজে মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি অন্য কারও ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে গুজব ছড়ানো হয়েছে। বিনোদন জগতের সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন।

যে ছবিটি ছড়ানো হয়েছে, সেটি সত্যি হলেও তা কোনো মারধরের ঘটনার নয়। মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে ভর্তি ছিলেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য। তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

জানা যায়, ২০১৬ সালে ‘মিসড কল’ ছবির শুটিংয়ে একটি চরিত্রে অভিনয়ের সময় পড়ে গিয়ে তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। তখন প্রাথমিক চিকিৎসা নিলেও বারবার একই জায়গায় ব্যথা পাওয়ায় শেষমেশ চিকিৎসকরা হাঁটুর অস্ত্রোপচারের পরামর্শ দেন। সে কারণেই তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে গিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, “মিশা ভাইয়ের হাঁটুর সফল অপারেশন হয়েছে ডালাসে। সবাই তার জন্য দোয়া করবেন।”

সবশেষে বলা যায়—মিশা সওদাগরকে নিয়ে ছড়ানো ভিডিও গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা নিচ্ছেন পুরনো চোটের কারণে। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন এবং ছড়াতে সাহায্য করুন।

About Atn24news

Check Also

ভারতে আশ্রয় নেওয়া সব আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে নির্দেশ দিলেন শেখ হাসিনা

গণহত্যা, দমন-পীড়ন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে পালিয়ে থাকা এসব নেতাদের মধ্যে শুরু হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *