Breaking News

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরেছে বর!

মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে গাড়ি আটকিয়ে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর একা বাড়ি ফিরতে বাধ্য হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে। পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।

বরপক্ষের লোকজন জানান, প্রায় ছয় মাস আগে মুরাদ বেপারী ও সুমাইয়া আক্তারের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই পরিচয়ে কয়েকজন লোক গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা।

About Atn24news

Check Also

ব্রেকিং নিউজ: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, জানা গেল তারিখ

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *