ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

বড় সুখবর, গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। সোমবার দুপুর ১২টা ৩৪ মিনিটে ইসলামি ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৩০ পয়সায়।
গতকাল এই শেয়ার লেনদেন শেষ হয় ৫৪.৩০ টাকা। রবিবার ব্যাংকটির মোট ৩১.১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬.২৯ কোটি টাকা। এ দিন ইসলামী ব্যাংক ‘টপ গেইনার’ তালিকার শীর্ষে ছিল।

এ দিন বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন ৩,৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৮,৭৪২ কোটি টাকায় পৌঁছেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এদিকে, ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *