বঙ্গবন্ধু হলের নাম বদলে করা হলো বিজয় ২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ রাখা হয়েছে। আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। গত ৬ আগস্ট সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ছাত্র হল-১ এর নামকরণ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল কাইয়ুমের নামে। হলটির নাম রাখা হয়েছে ‘শহিদ আব্দুল কাইয়ুম হল’।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকেই দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। আবাসিক হলগুলো থেকে ইতিমধ্যে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামও মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এর আগে ১০ নভেম্বর বর্তমান সুনীতি-শান্তি হল থেকে শেখ হাসিনার ম্যুরালও সরানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে অসংখ্য শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের ত্যাগে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এমন একজন স্বৈরাচারের নামে একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হতে পারে না। এ জন্য তাঁরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘সুনীতি-শান্তি হল’ নামকরণ করার জন্য আবেদন করেন। সুনীতি ও শান্তি এই দুজন ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের সম্মাননা জানাতে তেমন কিছু করা হয়নি।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *