যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা

যমুনা ফিউচার পার্কে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা।

এতে করে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের। পরে অবশ্য দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্যবসায়ীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। আধাঘণ্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান তারা।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের জানান, যমুনা ফিউচার পার্কের মোবাইলের শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি উল্টো যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেন। এতে দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। তারা বেশিক্ষণ সড়ক অবরোধ করে রাখেননি।

দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখে তারা সরে যান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূুত্রঃ কালের কণ্ঠের

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *