ধ..র্ষণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শাস্তি

নাটোরে প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় হযরত আলী (৪২) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

২০১৮ সালের ৮ জুলাইয়ের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আসামি হযরত আলী স্থানীয় বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার স্বামী। সেই সূত্রে মেয়েটি আলীর কাছে প্রাইভেট পড়তে যেতো। কিন্তু ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে হযরত আলী অন্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিলেও মেয়েটিকে প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যায়। এরপর ধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলতে ভয়-ভীতি দেখান।

বিষয়টি জানার পর মেয়েটির বাবা ১২ জুলাই নাটোর সদর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *