বড় সুখবর স্বর্ণের দাম নিয়ে

বিশ্ব বাজারে স্বর্ণের বড় দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। বাজুস জানিয়েছে রোববার (১ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। অর্থাৎ তিন দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম দু’দফা কমলো। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৩৩ টাকা।

তার আগে গত ২৫ আগস্ট ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা নির্ধারণ করা হয়।

এক মাসের বেশি সময় ধরে সেই দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে। এখন তিনদিনের ব্যবধানে দু’দফায় স্বর্ণের দাম কমলো। অবশ্য স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৬ হাজার ৬২১ টাকা গুনতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৮ সেপ্টেম্বর রোববার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৩ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৮০ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *