দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজমানি নিয়ে আসছে বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। যার পোশাকি নাম ‘বিডি মাসল শো’। বাংলাদেশ ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আগামী ২৫-২৭শে মে আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ এই শরীরগঠন প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল টাইটেল পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সঙ্গে জমকালো আয়োজনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বসুন্ধরার আরমানি লাউঞ্জে অনুষ্ঠিত চুক্তিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে বসুন্ধরা গোল্ড জিমের অপারেশন ও হেড অফ মার্কেটিং আনিসুল ইসলাম ববি এবং অর্গানাইজিং কমিউনিটির অন্যতম সদস্য নাজমুস সাকিব সই করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিউনিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম খান নাঈম, উইলিয়াম রিকি ও অন্যরা। দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। এ আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ভিডিপিসহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ চার বিভাগে ১২টি ইভেন্টে অংশ নেবেন। বিভাগগুলো হলো- মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক ও ডেনিম জিন্স। আর ইভেন্টগুলো হচ্ছে- শরীরগঠনে ৭টি ওজন শ্রেণি, মেন্স ফিজিকে ৩টি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্সে একটি ওপেন। এ ছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন অভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং ২০টি ১৫০ সিসি মোটরবাইক, ক্যাশ অ্যাওয়ার্ডসহ ১ কোটি টাকার পুরস্কার।
Check Also
সেনানিবাসে ভয়াবহ হামলা, পাঁচ পাকিস্তানি সেনাসহ নিহত ৩৪
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা পাঁচ সেনা সদস্যসহ …