Breaking News

অবশেষে তাহসানের নতুন বউয়ের হট গোপন ভিডিও ভাইরাল (ভিডিও লিংকসহ)

নতুন বছরের শরুতেই কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়ক-অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা।

এর মধ্যে হাটে হাঁড়ি ভাঙলেন রোজার প্রাক্তন প্রেমিক দাবি করা এক যুবক।

সম্প্রতি একটি গণমাধ্যমে এ বিষয়ে খোলামেলা আলোচনা করেন ঐ যুবক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল। আমি কিছুদিন আগেও বিষয়টি (বিয়ে) জানতাম না। তিন মাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে- এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিন মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

এদিকে এত সমালোচনার মাঝেও তাহসান আর রোজার ভিডিওতে তাদের ভক্তরা ভালোবাসা জানাচ্ছে। রোজা আহমেদের সোশ্যাল অ্যাকাউন্টে চোখ দিলেই তার সত্যতার দেখা মেলে।

তাহসানকে নিয়ে রোজার গায়ে হলুদের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। রোজার টিকটক অ্যাকাউন্টে যা সর্বোচ্চ ভিউ হয়েছে। সেই ভিডিওটি এরইমধ্যে প্রায় ১৮ লাখ মানুষ দেখেছে।

প্রসঙ্গত, বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। উদ্যোক্তার পাশাপাশি ইনফ্লুয়েনসারও তিনি।

About Atn24news

Check Also

আছিয়ার ধ* র্ষ* ক* দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আছিয়া খাতুনের মর্মান্তিক ঘটনার পর এবার তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *