মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বোনের স্বামী, শ্বাশুড়ি ও ভাসুরের ৫ দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। পুলিশ জানিয়েছে, ৩ আসামিকে আজই আদালতে তোলা হতে পারে। শুক্রবার, ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। সে আছিয়ার বোনের শ্বশুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৬ মার্চ, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিপীড়নের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এক সপ্তাহ নিবিড় পরিচর্যা আর লাইফ সাপোর্টে থেকে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন আর বাকি তিনজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Check Also
সেই রাতে কী ঘটেছিল, কেঁদে কেঁদে জানালেন আছিয়ার মা
মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। …