Breaking News

জামায়াত ক্ষমতায় গেলে শালীনতার মধ্যে নারীরা নাচতে পারবে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধুমাত্র নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কবির আহমদ বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। সে ক্ষেত্রে বিদ্যমান আইন আর প্রযোজ্য থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে।

তিনি উদাহরণ টেনে বলেন, “নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরীয়া যে পর্দার কথা বলে, সেটাই তারা পালন করবে। তবে ক্ষমতায় গেলে নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করা হবে না। কেউ স্বেচ্ছায় চাইলে বোরকা পড়বে, না পড়লে শাস্তির মুখোমুখি হতে হবে না।”

অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কোনো ধরনের পোশাক চাপিয়ে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের সামাজিক অবস্থান প্রসঙ্গে কবির আহমদ বলেন, দেশে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কাজ করতে পারবে না। কিন্তু বাস্তবে ইসলাম নারীদের কাজ ও চলাফেরায় কোনো প্রতিবন্ধকতা দেয়নি। “আমার মেয়েও তো চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগী দেখে। নারীদের কাজ করাকে ইসলাম অপরাধ মনে করে না। ইসলাম নারীদের ঘরের ভেতরে আটকে রাখার ধর্ম নয়। বরং ইসলামই সবচেয়ে বেশি নারী স্বাধীনতা দিয়েছে।”

নারীদের নাচ প্রসঙ্গে তিনি বলেন,“নারীরা যদি নাচ শেখে তবে তারা নারীদের মাঝেই সেটা করবে। শালীনতার মধ্যে থেকে তারা অংশ নিতে পারবে। তবে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না।”

তিনি আরও যোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে নারীদের স্বাধীনতায় কোনো ধরনের বাধা আসবে—এমন ধারণা পুরোপুরি ভ্রান্ত।

About Atn24news

Check Also

ব্রেকিং নিউজ: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, জানা গেল তারিখ

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *