এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সাধারণ সংবাদসূত্র খুঁজে পাইনি যা নিশ্চিতভাবে বলে যে «ছাত্রলীগ সাদ্দাম» নামে কেউ নিজের গাঁয়ে বোরখা পরে ঘুরে বেড়াচ্ছেন।
একটি ফেসবুক পোস্টে এই দাবি শেয়ার হচ্ছে:
“নিজ গ্রামে বোরকা পড়েই ঘুরে বেড়াচ্ছেন ছাত্রলীগের সাদ্দাম”
কিন্তু, ফ্যাক্টচেক এলাকায় এ ধরনের পোস্টগুলোর সত্যতা যাচাই করা হয়েছে। উদাহরণস্বরূপ, “সন্ধ্যার পর বোরকা পরে এম্বুলেন্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান” শিরোনামে একটি ফটোকার্ড ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটজরবর অনুসন্ধানে দেখা গেছে, সেই ফটোকার্ড ভুয়া এবং দ্য ডেইলি ক্যাম্পাস নামের সংবাদপত্র সেই সংবাদ প্রকাশ করেনি।
✅ পর্যালোচনাযোগ্য বিষয়সমূহ:
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনেক সংবাদ গুজব বা অনুপস্থিত প্রমাণ ভিত্তিক হয়।
এমন দাবির ক্ষেত্রে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, প্রত্যক্ষদর্শীর বিবৃতি, চিত্র বা ভিডিও প্রমাণ ইত্যাদির উৎস গুরুত্বপূর্ণ।
ফ্যাক্টচেক সংস্থা যেমন “Fact-Watch” বা “Rumor Scanner” এই ধরনের প্রসঙ্গগুলো যাচাই করে থাকে।