ভারতের উত্তর প্রদেশে এক বৃদ্ধের বিয়ের রাতেই ঘটেছে হৃদয়বিদারক মৃত্যু। ৭৫ বছর বয়সী সংগ্রুরাম নামের ওই ব্যক্তি নিঃসঙ্গতা দূর করতে ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেছিলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জৈনপুর জেলার কুছমুছ গ্রামের মন্দিরে ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংগ্রুরামের আগের স্ত্রী এক বছর আগে মারা যান। এরপর থেকেই তিনি একা ছিলেন।
এই মৃত্যুকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অনেকে একে স্বাভাবিক মৃত্যু বললেও, কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। এখনো ময়নাতদন্ত হবে কিনা, তা নিশ্চিত নয়।
গ্রামের লোকজন বলছেন “সুখের সন্ধানে এসে জীবনের ইতি টানলেন সংগ্রুরাম।”
My Blog My WordPress Blog