দেশেই তৈরি হলো মালয়েশিয়ান ব্র্যান্ড প্রোটন-এর ফাইভ সিটার এসইউভি প্রোটন এক্স৭০ (Proton X70)। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগলাইন নিয়ে গাড়িটি এখন দেশের ব্র্যান্ড নিউ গাড়ির বাজারে যুক্ত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রোটন বাংলাদেশের শোরুমে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গাড়িটির মূল্য, মাইলেজ এবং বৈশিষ্ট্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দাম ও মাইলেজ
র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান জানান,“আমরা চেষ্টা করছি গাড়িটির বাজারজাতমূল্য ৩৮.৫ লাখ টাকায় নির্ধারণ করার।”
প্রতিষ্ঠানটির পরিচালক মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন,“ঢাকা শহরে গাড়িটি প্রতি লিটারে ৭ কিলোমিটার এবং হাইওয়েতে ১৪ কিলোমিটার মাইলেজ দিয়েছে।”
প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্য
বাংলাদেশে এসেম্বল করা গাড়িটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক থার্ড জেনারেশন প্রযুক্তি।
প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:
অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম (ADAS) – যা চালকের সহকারী হিসেবে কাজ করে
অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল – যানজটে গতি বাড়ানো বা কমানোকে সহজ করে
অটোনোমাস ইমারজেন্সি ব্রেকিং – জরুরি পরিস্থিতিতে চালকের আগেই কার্যকর হয়
ব্লাইন্ড স্পট ইনফরমেশন সিস্টেম, লেন ডিপার্চার ওয়ার্নিং – দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে
মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া আরও বলেন,“এটা আমাদের দেশের প্রথম থার্ড জেনারেশন প্রযুক্তিনির্ভর এসইউভি, যেটা আমাদের প্রতিষ্ঠান নিজেই তৈরি করেছে। ‘সি’ সেগমেন্ট গাড়ি হলেও, এর দাম রাখা হয়েছে ‘বি’ সেগমেন্টের মতো।”
ক্রেতাদের প্রতিক্রিয়া
গাড়িটির ব্যবহারকারীরা জানিয়েছেন, কম দামে এমন গুণগতমানের গাড়ি পেয়ে তারা মুগ্ধ।
একজন ক্রেতা বলেন,“ডিজাইন, সিস্টেম, ম্যানুফ্যাকচারিং—সব মিলিয়ে দারুণ। দাম অনুযায়ী অতুলনীয়।”
আরেকজন বলেন,“সত্যিই সারপ্রাইজড! এত কম দামে এ রকম মানসম্পন্ন এসইউভি পাওয়া যাবে, ভাবতেও পারিনি।”
বাজারে প্রভাব ও প্রত্যাশা
র্যানকন কারস লিমিটেডের সেলস টিম লিডার আনুষা আলী খালিদ বলেন,“পাঁচজন আরামে বসতে পারেন। আমরা দিচ্ছি প্রাইস, কমফোর্ট, সাসটেইনেবিলিটি এবং আফটার সেলস সার্ভিস—সব কিছু এক গাড়িতে।”
তিনি আরও যোগ করেন,“‘প্রোটন এক্স৭০’—প্রাউডলি মেইড ইন বাংলাদেশ—এই গাড়িটি দাম, মান এবং নিরাপত্তার দিক দিয়ে দেশের বাজারে গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে।”
সূত্রঃ https://youtu.be/Z86VmOa1Y-A?si=hs1wNGhas8yy84tu
My Blog My WordPress Blog