Breaking News

ডিবি হারুনের যে মেয়ে লাগতো, ব্যবস্থা করে দিতো লায়লা: টিকটকার প্রিন্স মামুন

এক বিস্ফোরক সাক্ষাৎকারে টিকটকার মামুন প্রকাশ করেছেন ডিবি কর্মকর্তা হারুণের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও প্রতারণার অভিযোগ। সেখানে তিনি জানান, ডিবি হারুণ তার প্রভাব খাটিয়ে যাদের পছন্দ করতেন, তাদের ব্যবস্থা করে দিতেন লায়লা। মামুনের ভাষ্য মতে, “লায়লা ছিল তার বিশ্বাসভাজন, কিন্তু সে-ই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে।”

মামুন অভিযোগ করে বলেন, “ডিবি হারুণ আমাকে ডেকে নিয়ে বলেছিল, ‘তুমি ডিবি অফিসে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে।’ এরপর বুঝতে পারি, আমি একটা পরিকল্পিত ফাঁদে পড়েছি।” তিনি আরও জানান, গুলশানের একটি বাড়িতে লায়লা ও হারুণ একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদপানের ঘটনাও ঘটেছে।

মামুন বলেন, “ডিবি হারুণের যে মেয়েটি ভালো লাগত, লায়লা সেটা ম্যানেজ করে দিত। এসবই ছিল প্রভাব-প্রতিপত্তি এবং ব্যক্তিস্বার্থে গড়া একটি চক্রের অংশ।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি এখন ভয় পাচ্ছি। বুঝতে পারছি না, কীভাবে এই ফাঁদ থেকে বের হবো। আপনারা সবাই দয়া করে আমাকে সাহায্য করুন।”

About Atn24news

Check Also

প্রত্যেক বিবাহিত পুরুষকে অবশ্যই লবঙ্গ খেতে হবে, কারণ অজানা থাকলে পড়ুন

অনেক সময় সর্দি বা গলাব্যথা হলে লবঙ্গ চিবিয়ে খেতে বলা হয়। লবঙ্গের তেলও দাঁতের ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *