Breaking News

নিজামী সাহেব রাজাকার দেখিও নাই, শুনিও নাই, আমারে শিখায়া দিছিলো তুই কইছ: রাষ্ট্রপক্ষের সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যদানকারী এক গুরুত্বপূর্ণ সাক্ষী শাহজাহান আলী সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাকে শেখানো হয়েছিল কিভাবে মিথ্যা বলতে হবে।

শাহজাহান আলী বলেন, “নিজামী সাহেব রাজাকার আমরা দেখিও নাই, শুনিও নাই। এখন শুনতেছি। আমারে শিখায়া দিছিলো নিজামীর নাম তুই কইছ, আমি কইছিলাম, মিথ্যা কথা কইছিলাম।”

রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজামীর বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছিলেন, সেই বিষয়টি নিয়েই এই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও চারটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল।

মাওলানা নিজামীর বিরুদ্ধে উত্থাপিত ষষ্ঠ অভিযোগটি ছিল পাবনার সাথিয়া থানার ধোলাউড়ি গ্রামে সংঘটিত হত্যা মামলা। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৭ ও ২৮ নভেম্বর ধোলাউড়ি গ্রামে ডাক্তার আব্দুল আউয়ালের বাড়ি ও আশপাশের বাড়িতে হামলা চালিয়ে ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়।

এদের মধ্যে চারজনকে ধরে ইছামতি নদীর পাড়ে নিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। সেদিন শাহজাহান আলীকেও গলা কেটে ফেলে যাওয়া হয়েছিল, তবে ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান।

এই বর্বরতার ঘটনায় অভিযোগ রয়েছে যে, নিজামীর নির্দেশেই ওই হামলা পরিচালিত হয়েছিল।তবে এখন শাহজাহান আলী বলছেন যে ‘নিজামী সাহেব ছিলো না’।

সেই শাহজাহান আলীই সম্প্রতি স্বীকার করেন, “আমারে শিখায়া দিছিলো নিজামীর নাম তুই কইছ, আমি কইছিলাম। মিথ্যা কথা কইছিলাম।”

সূত্র:https://tinyurl.com/56w55rux

About Atn24news

Check Also

অবশেষে সেদিন ওবাইদুল কাদেরকে কারা পালাতে সাহায্য করেছেন জানালেন নিজেই

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *