Breaking News

১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৮৬ তরুণ-তরুণী

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সিলেটে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় ৮৬ জন চূড়ান্ত হয়েছেন। ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া ১৩ নারী ও ৭৩ পুরুষ কনস্টেবলের মোট খরচ পড়েছে ১২০ টাকা।

শনিবার (২৩ মার্চ) রাত ৮টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

সিলেট জেলা পুলিশ জানায়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২১৭৬ জন আগ্রহী চাকরি প্রার্থীর মধ্য থেকে ৮৬ জনকে মনোনীত করা হয়। চাকুরী প্রার্থীদের ৩ ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় (Physical Endurance Test) উত্তীর্ণ ৬২৯ জন গত ১৬ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ নেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬১ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষসহ মোট ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

প্রাথমিকভাবে নির্বাচিতদের পুলিশ সুপার ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সততার সাথে চাকরি করার আহ্বান জানান।

About Atn24news

Check Also

অবশেষে সেদিন ওবাইদুল কাদেরকে কারা পালাতে সাহায্য করেছেন জানালেন নিজেই

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *