Breaking News

গাভী নিয়ে গেছে বিএনপি নেতা; বাছুর কোলে আদালতে হাজির নারী

ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছুরকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে হাজির হন সেই নারী। ভুক্তভোগীর নাম নারগিস আক্তার। তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা।

সূত্র জানায়, নারগিসের স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। এ অবস্থায় সংসার চালাতে গার্মেন্টসে চাকরি করে নারগিস কিছু টাকা সঞ্চয় করে একটি দুধেল গাভী কেনেন। গাভীটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। নারগিস অভিযোগ করেন, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে বুধবার সকালে বিএনপি’র স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বেলাল খান গাভীটি নিয়ে যান। গাভী থেকে বিচ্ছিন্ন হয়ে দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি। আদালত চত্বরে বসে নারগিসকে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায়।

অভিযুক্ত বেলাল খান জানান, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আবু বকরকে ২০ হাজার টাকা ঋণ দিই। সুদে-আসলে সেটি এখন ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। টাকা না পাওয়ায় আমি গাভীটি নিয়ে নিয়েছি। এ বিষয়ে এখনো আদালতে কোনো মামলা হয়নি। তবে স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে গাভী ও বাছুরকে মিলিয়ে দিতে নারগিসকে বেলাল খানের বাড়িতে পাঠানো হয়েছে।

About Atn24news

Check Also

প্রত্যেক বিবাহিত পুরুষকে অবশ্যই লবঙ্গ খেতে হবে, কারণ অজানা থাকলে পড়ুন

অনেক সময় সর্দি বা গলাব্যথা হলে লবঙ্গ চিবিয়ে খেতে বলা হয়। লবঙ্গের তেলও দাঁতের ব্যথায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *