Breaking News

এইমাত্র পাওয়া: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেজাউল ইসলাম (কালা) (৩৫) নামের একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শেজাউল ইসলামের বাড়ি একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিনের গ্রুপের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক—তারা হলেন শুভ হাসান (২৫), পিতা হাবিব মিয়া; মজিদ হোসেন (৩৫), পিতা রেনু মিয়া; এবং তানিম (২২), পিতা কামরুল ইসলাম। গুরুতর আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।

About Atn24news

Check Also

ব্রেকিং নিউজ: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, জানা গেল তারিখ

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *