Breaking News

বাবা হারালেন ইত্যাদির সেই ‘নাতি’

বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’তে নিয়মিত নাতি চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি সাদরে গ্রহণ করে নেন দর্শকরা।

এবার ‘ন্যাতি’-খ্যাত জনপ্রিয় এ অভিনেতার পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার বাবা মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি। এর আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছে। সম্প্রতি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুর নেয়া হবে। সেখানে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় থাকেন। তিন ভাই ও এক বোন তারা।

অভিনেতা হিসেবে শওকত আলী তালুকদার নিপুর ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকার পরও ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না তাকে। ইত্যাদির নাট্যাংশে কখনো নানা, কখনো নানি, কখনোবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করেন তিনি।

About Atn24news

Check Also

ব্রেকিং নিউজ: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, জানা গেল তারিখ

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *