সমন্বয়কদের বৈঠকে যাচ্ছে না কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ

রাজধানীর চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সোমবার রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দুই কলেজের অধ্যক্ষ।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আলোচনায় বসার জন্য ফোন এসেছিল, কিন্তু আমরা যাচ্ছি না। এটা আলোচনার সময় না। শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। আলোচনার সময় নেই এখন। এখন আবার কিসের আলোচনা। আমরা সবাই শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে ব্যস্ত। অনেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। এখন পর্যন্ত ৪০ শিক্ষার্থীর আহতের খবর পেয়েছি। সব শিক্ষার্থীর চিকিৎসা ব্যয়ভার কলেজ বহন করবে।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, আমাদের পাশের কলেজ কবি নজরুল কলেজ যেহেতু যাচ্ছে না সেহেতু আমরাও যাব না। আমাদের ছাত্রদের রক্তের ওপর দিয়ে আমরা কোনো সংলাপে যাব না। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কোনো বৈঠক করব না আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ধন্যবাদ জানাচ্ছি তারা এ সংকট সময়ে আমাদের কথা ভেবেছে। তবে আমরা চাই আমাদের শিক্ষা মন্ত্রণালয় সবকিছু তদন্ত করুক। শিক্ষা মন্ত্রণালয় যদি সবাইকে নিয়ে বসে তখন আমরা বসব। মোল্লা কলেজের সঙ্গে এখন আলোচনায় বসলে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বেইমানি করা হবে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর বাংলামটরের রুপায়ন টাওয়ারে তিন কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও রাজনৈতিক দল, সমন্বয়কদের নিয়ে আলোচনার ডাক দেন কেন্দ্রীয় সমন্বয়ক। দুই কলেজের অধ্যক্ষ জানান, কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ফোন করে আমাদের আহ্বান জানান। তবে সমন্বয়ক তারিকুলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

এর আগে দুই কলেজের অধ্যক্ষ জানান, তাদের কলেজের কোনো শিক্ষার্থী নিহত হয়নি। অনেক শিক্ষার্থী আহত, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীদের চিকিৎসাভার কলেজ বহন করবে।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *