অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এত প্রাণ হারিয়েছেন তিনজন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এবিসি।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাজ্যটির রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।
তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায়, ভূমিতে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
এফআরএনএসডব্লিউ পরিদর্শক অ্যান্ড্রু বারবার বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় গ্রামীণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রশিক্ষণে ছিল। তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়।’
তবে, বিমানটির জ্বালানির কারণে আগুন পুরো বিমানটিকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলায় যাত্রীদের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না বলেও জানান তিনি। এ ঘটনায় অন্য কেউ আহতের খবর পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে বিমানটিতে তিনজন আরোহীই ছিলেন।
My Blog My WordPress Blog