Breaking News

কবে থেকে নামতে পারে শীত, যা বলছেন আবহাওয়াবিদরা

ভাদ্র শেষ, আশ্বিন চলছে—তারপরও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমের দাপট। অথচ অক্টোবর মানেই তো শরতের সাদা আকাশ আর শীতের আগমনী বার্তা। এ বছরের অক্টোবরের এমন অস্বাভাবিক আবহাওয়াকে অপ্রত্যাশিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেশি থাকায় শরতের স্বাভাবিক শুষ্কতা এখনো দেখা যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, “বাংলা ঋতু অনুযায়ী আশ্বিন ও কার্তিক মাস শরৎকাল, এরপর অগ্রহায়ণ ও পৌষ মাসে হেমন্তে শীতের সূচনা হয়। কিন্তু এবার মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হওয়ায় শরতের আবহ পুরোপুরি নামেনি। আগামী দুই সপ্তাহের মধ্যে রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনে গরম থাকবে।”

তিনি আরও জানান, “আগামী ১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর মৌসুমি বায়ু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং বিদায় নেবে।”

শীতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, “এখনও শীতের কোনো আভাস নেই। বরং পুরো অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরম। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত আবহাওয়া আর্দ্র ও গরম থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই তাপমাত্রা কিছুটা কমবে, তখনই ঠান্ডার ছোঁয়া টের পাওয়া যাবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “এখন যেসব এলাকায় কুয়াশা দেখা যাচ্ছে, তা শীতের কারণে নয়। এখনকার কুয়াশা মূলত আর্দ্রতা বা মেঘের প্রভাবে তৈরি হচ্ছে। এটিকে শীতের কুয়াশা বলা যাবে না।”

আবহাওয়াবিদরা মনে করছেন, এ বছর এলনিনো প্রভাবের কারণে মৌসুমি বৃষ্টির ধারা দীর্ঘায়িত হয়েছে, যার ফলে শীতও কিছুটা দেরিতে নামবে। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়, কিন্তু এবার তা এখনও পুরোপুরি বিদায় নেয়নি।

তাদের মতে, আগের বছরের সঙ্গে এ বছরের অক্টোবরের আবহাওয়া তুলনা করা যাবে না—কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুর ধরনেও আসছে দৃশ্যমান পরিবর্তন।

About Atn24news

Check Also

ব্রেকিং নিউজ: ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, জানা গেল তারিখ

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *