Breaking News

যার বাবা নেই, তার দুনিয়াতে কোনো মূল্য নেই : নায়ক মান্নার ছেলে

যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন

তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিলো, কারণ আমার বিশ্বাস

হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই। কথাগুলো বলছেন প্রয়াত নায়ক মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস ।

তিনি লেখেন, যেদিন আমার বাবা মারা গেল সেদিন আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো? কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসাথে দেখি।

এখন আমার মনে হয়, আমার বাবা বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন রিলেশনশিপ থাকতো বাবার সাথে, কি করতাম আমরা একসাথে!

বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো। যাইহোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সাথে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম।

সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি কেউ যেন তার বাবা-মাকে না হারায়। সময় থাকতে সবাই বাবা-মাকে সময় দেন। আপনার-আমার সবার সময় সীমিত, সবার একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন। (ফেসবুক থেকে সংগৃহীত)

About Atn24news

Check Also

জিয়াউর রহমানের বাবুর্চির হাতে খালেদা জিয়া ও দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *