ব্রেকিং নিউজ, আইনজীবী আলিফকে হত্যাকারী প্রধান আসামির পরিচয় ফাঁস!

চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গতকালও কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে মানববন্ধন করেন। গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণেছবি: প্রথম আলো

সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন রাস্তায় পড়ে আছেন। আশপাশে ২৫–৩০ জন যুবক। একজনের পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় ছাই রঙের হেলমেট। পড়ে থাকা ওই ব্যক্তিকে কিরিচ দিয়ে কোপাতে থাকেন এই হেলমেটধারী। অন্য আরও তিন-চারজন তাঁকে পেটাচ্ছেন। এটি পুলিশের সংগ্রহ করা একটি ভিডিওর চিত্র।

এ ঘটনা গত মঙ্গলবার বিকেলের। চট্টগ্রাম আদালত ভবনের অদূরে কোতোয়ালি থানা-সংলগ্ন সেবক কলোনির একটি বাসার সামনের রাস্তায় এভাবে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। কিরিচ হাতে কোপাতে থাকা যুবকের নাম চন্দন দাস। পেশায় পরিচ্ছন্নতাকর্মী।

About Atn24news

Check Also

এবার আসিফ নজরুলের সব গোপন তথ্য প্রমান সহ ফাঁস করলেন ইলিয়াস!

সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও ইয়োটুব এ প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সে ভিডিওতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *